**শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।**
►SMS Method: (In Bengali)
ধাপ ১ঃ আবেদন করতে মোবাইলের Message অপশনে গিয়ে RSC<Space> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <Space> রোল নাম্বার <Space> বিষয় কোড লিখে Send করুন 16222 নম্বরে।
উদাহরণঃ ঢাকা বোর্ডের কোনো শিক্ষার্থীর রোল নাম্বার 123456 হলে message অপশনে RSC DHA 123456 101 (বাংলা) লিখে send করুন 16222 নম্বরে।
RSC DHA 1234 101 & send to 16222
(Dhaka Board= DHA , Cumilla Board= CUM, Barisal Board= BAR, Sylhet Board= SYL, Chittagong Board= CHI, Jeshor Board= JES, Rajshahi Board= RAJ, Dinajpur Board= DIN, Madrasha Board=MAD, Technical Board= BTEB)
ধাপ ২ঃ ফিরতি এস.এম.এসে আবেদন বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC<Space> Yes <Space> PIN <Space> Contact Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে সেন্ড করুন 16222 নম্বরে।
RSC YES 47483875 01xxxxxxxxx
(উল্লেখ্য পুনঃনিরীক্ষণের জন্য একই এস.এম.এসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে।সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে।যেমন বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইল অপশনে গিয়ে RSC<Space>Dha<Space>Roll Number<Space>101,102,107,108 লিখতে হবে।এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।)
►SMS Method: (In English)
Step 1: Go to your mobile message option and type-
RSC <SPACE> 1ST 3 LETTER OF BOARD <SPACE> ROLL <SPACE> SUBJECT CODE send to 16222
For example: RSC DHA 1234 101 & send to 16222
Dhaka Board= DHA , Cumilla Board= CUM, Barisal Board= BAR, Sylhet Board= SYL, Chittagong Board= CHI, Jeshor Board= JES, Rajshahi Board= RAJ, Dinajpur Board= DIN, Madrasha Board=MAD, Technical Board= BTEB
(There will charge TK 125 for each subject or part.)
Step 2: In the return SMS, candidates will get a PIN number and noticing the amount of fee providing. Then send another SMS and type-
RSC <> YES <> PIN <> ANY CONTACT NUMBER & SEND IT TO 16222
For example: RSC YES 47483875 ০১xxxxxxxxx
(If you want to check additional subject then just use comma after one like this 101,102,107,108)
►SSC & HSC Subjects List With Subject Code:Click Here
0 Comments