ডিজিটাল লেনদেনের বিশ্বস্ত প্লাটফর্ম ‘বিকাশ’ ব্যবহার করেন না এমন মানুষের সংখ্যা এখন বলতে গেলে বেশ কম। যুগের সাথে তাল মিলিয়ে গ্রামে গঞ্জে আনাচে কানাচে বিকাশের বহুল ব্যবহার লক্ষ্য করা যায়। নিজের স্মার্টফোনে জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে ঘরে বসেই নিজে নিজে বিকাশ একাউন্ট খোলা যায়। তবে অনেক সময় এমন হয় আমরা নিজেদের নাম্বার হারিয়ে ফেলি, বা নাম্বার পরিবর্তন করে ফেলি, অথবা সিম বন্ধ করে দিতে চাই, কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তখনই যখন বিকাশ একাউন্ট পরিবর্তন করা সম্ভব হয়না। আজকে আমরা এখানে বিভিন্ন সমস্যায় প্রেক্ষিতে নিজেদের বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করার সকল নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করা কি আসলেই সম্ভব?
বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন করার নিয়ম:
১। প্রথমে আপনাকে নিজের একাউন্টের ব্যালান্স শূন্য (০) করতে হবে। ব্যালান্স জিরো না হলে একাউন্ট বন্ধ করা যাবেনা।
২। আপনাকে নিজের জাতীয় পরিচয়পত্রের অরিজিনাল কপি (ফটোকপি গ্রহণ যোগ্য না) নিয়ে বিকাশের কাস্টোমার কেয়ার সেন্টারে যেতে হবে।
৩। সেখানে যাওয়ার পর আপনাকে একাউন্ট নাম্বার দিয়ে একটি টোকেন নিতে হবে। নিজের সিরিয়াল না আসা পর্যন্ত অপেক্ষা করুন। আপনার টোকেন নাম্বার কল করা হলে একজন বিকাশ কাস্টোমার কেয়ার প্রতিনিধির সাথে আপনি সরাসরি কথা বলার সুযোগ পাবেন।
৪। কাস্টোমার কেয়ার প্রতিনিধি-ই আপনার পূর্বের একাউন্ট বন্ধ করে দিবেন। সেই সাথে আপনার এন আইডি স্ক্যান করে আপনার নতুন যেই নাম্বারে বিকাশ একাউন্ট খুলতে চান, সেই নাম্বারে আপনাকে একটি নতুন বিকাশ একাউন্ট খুলে দিবেন।
৫। ব্যাস! হয়ে গেলো আপনার বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন!
বি. দ্র.: নাম্বার পরিবর্তন করতে আপনাকে কোনো প্রকার ফি প্রদান করতে হবেনা।
আরও পড়ুন: পেওনিয়ার থেকে বিকাশে টাকা ট্রান্সফার করার উপায়: Payoneer to bkash
বিকাশের কাস্টোমার কেয়ার সেন্টারের ঠিকানা:
বিকাশের সকল কাস্টোমার কেয়ার সেন্টার সপ্তাহে ৭ দিন খোলা থাকে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। এখানে জেলাভিত্তিক কাস্টোমার কেয়ার সার্ভিসের ঠিকানা দেয়া হলোঃ
2 Comments
This information was a life-saver. Thanks
ReplyDeleteধন্যবাদ সঠিক প্রসেসটি দেয়ার জন্য।
ReplyDelete