দীর্ঘ্য অপেক্ষার অবসান ঘটিয়ে প্রকাশিত হতে যাচ্ছে এইচ এস সি ও সমমান পরীক্ষার ফলাফল। দুপুর ১২ টা থেকে HSC পরীক্ষার Result অনলাইনে Marksheet সহ চেক করতে পারবে শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এ এই ফলাফল প্রকাশ করবেন আনুষ্ঠানিকভাবে। ২০২২ সালের HSC, Diploma In Commerce, Alim, HSC Business Management ও HSC Vocational পরীক্ষার Result চেক করার জন্য যাস্ট নিচে উল্লেখ করা লিংকগুলোতে ক্লিক করলেই সরাসরি চলে যেতে পারবেন Result চেকিং ওয়েবসাইটে।
আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশিত হবার পর শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং মোবাইল এসএমএসের মাধ্যমে ফলাফল জানতে পারবে। ওয়েবসাইটগুলোর লিংক নিচে একত্রে দিয়ে দেয়া হলো।শিক্ষামন্ত্রণালয়ের ওয়েবসাইট লিংক: http://www.educationboardresults.gov.bd
এখানে ক্লিক করে, পরীক্ষার ‘নাম’ সিলেক্ট করে, ‘বোর্ড’ এবং পরীক্ষার সাল ‘2022’ সিলেক্ট করতে হবে। এরপর ‘রোল’ এবং ‘রেজিস্ট্রেশন নম্বর’ এন্ট্রি করতে হবে। একটা ছোট্ট ম্যাথ সলভ করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করলেই রেজাল্ট চলে আসবে।
এটি দেশের ওয়েব বেজড পাবলিকেশন সিস্টেম। এখানে ক্লিক করে একইভাবে পরীক্ষার ‘নাম’ সিলেক্ট করে, ‘বোর্ড’ এবং পরীক্ষার ‘সাল’ সিলেক্ট করতে হবে। রেজাল্ট টাইপে ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট করুন। যদি কোন স্কুলের সব রেজাল্ট চান তাহলে ইন্সটিটিশন বা আরো অপশন সিলেক্ট করতে হবে। সব কিছু এন্ট্রি করে সাবমিট করলে ফলাফল চলে আসবে।
মোবাইল এসএমএস এর মাধ্যমে Result
►এছাড়াও মোবাইলে এসএমএস এর মাধ্যমে HSC Result জানতে-
ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: HSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএস এ আপনাকে রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
►যারা মাদ্রাসা শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য-
ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে MAD লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: HSC MAD 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএস এ আপনাকে রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
►যারা কারিগরি শিক্ষাবোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য-
ফোনের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে TEC লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পাশের সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
যেমন: HSC TEC 123456 2022 লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি এসএমএস এ আপনাকে রেজাল্ট জানিয়ে দেয়া হবে।
HSC Result 2022 এর Marksheet পেতে কি করবেন?
সাধারনত এইচ এস সি পরিক্ষার ফলাফল বের হবার কয়েক ঘন্টার মধ্যেই পরীক্ষার Marksheet পাব্লিশ হয়। HSC পরীক্ষা 2022 এর সম্পূর্ণ Marksheet শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে বের করতে হবে।
ওয়েবসাইট লিংক: http://www.educationboardresults.gov.bd
নিচে সকল বোর্ডের সংক্ষিপ্ত নাম দেয়া হলো:
Dhaka Board = DHA
Barisal Board =BAR
Sylhet Board = SYL
Cumilla Board = COM
Chittagong Board = CHI
Rajshahi Board = RAJ
Jessore Board = JES
Dinajpur Board = DIN
Madrasa Board = MAD
Technical Board= TEC
1 Comments
Thanks.
ReplyDelete