bKash এ্যাপ ব্যবহার করে এখন সেন্ড মানি রিকোয়েস্ট করতে পারবেন খুব সহজে। ধরুন কারো কাছে আপনার টাকা প্রয়োজন। এখন তাকে আলাদাভাবে না বলে যদি সরাসরি বিকাশ এ্যাপেই তাকে পাঠানো যায় মানি রিকোয়েস্ট তাহলে কিন্তু ব্যাপারটা হয়ে যায় আরও সহজ! bKash App তাই সম্প্রতি চালু করেছে তাদের Send Money Request Feature! চলুন জেনে নিই কীভাবে আপনি সহজেই মানি রিকোয়েস্ট পাঠাতে পারবেন bKash App-এ।
মানি রিকোয়েস্ট কীভাবে সেন্ড করবেন bKash-এ?
১। আপনার পিন নাম্বারটি ব্যবহার করে লগ ইন করুন বিকাশ এ্যাপে।
২। ‘রিকোয়েস্ট মানি’ বাটনে ক্লিক করুন।
৩। আপনার কন্টাক্ট লিস্ট থেকে যাকে রিকোয়েস্ট পাঠাবেন তার নাম সিলেক্ট করুন, অথবা নাম্বারটি লিখুন।
৪। রেফারেন্স নোট এবং টাকার এ্যামাউন্ট উল্লেখ করে পরের ধাপে এগিয়ে যান।
৫। এখন আপনার পিন নাম্বার দিয়ে রিকোয়েস্ট মানি করতে ট্যাপ করে ধরে রাখুন।
৬। ব্যাস মুহূর্তেই আপনার মানি রিকোয়েস্ট নোটিফিকেশন চলে যাবে প্রাপকের মোবাইলে।
গ্রুপ মানি রিকোয়েস্ট কীভাবে করতে হয় bKash-এ?
১। গ্রুপ মানি রিকোয়েস্ট করতে বিকাশ অ্যাপের রিকোয়েস্ট মানি অপশনের ভেতরে গ্রুপ অপশনে ক্লিক করুন।
২। ২ টি থেকে সর্বোচ্চ ১০টি কন্টাক্টস এবং গ্রুপের নাম সিলেক্ট করুন।
৩। মোট রিকোয়েস্ট মানির এ্যামাউন্ট লিখুন। এখানে আপনি চাইলে প্রতি নাম্বারে সমানভাগে অথবা একেক নাম্বারে একেক পরিমাণ টাকা রিকোয়েস্ট করতে পারবেন।
৪। গ্রুপ ডিটেইলস চেক করে, রেফারেন্স নোট লিখে বিকাশ পিন দিয়ে ট্যাপ করে ধরে রাখলেই গ্রুপ রিকোয়েস্ট মানি সাবমিট হয়ে যাবে।
মানি রিকোয়েস্ট আসলে সেখানে রেসপন্স করবেন কীভাবে?
১। আপনার কাছে কেউ মানি রিকোয়েস্ট করলে আপনাকে সেটি বিকাশ এ্যাপের নোটিফিকেশন এর মাধ্যমে আপনাকে জানানো হবে।
২। এছাড়াও পিন নাম্বার দিয়ে বিকাশ এ্যাপ ওপেন করে ইনবক্স অপশনে গেলে আপনার কাছে আসা সেন্ড মানি রিকোয়েস্ট-টি আপনি দেখতে পাবেন।
৩। ভিউ ডিটেইলস বাটনে ক্লিক করলে আপনি টাকার এ্যামাউন্ট দেখতে পারবেন এবং সেন্ডারের ডিটেইলস ও দেখতে পারবেন।
৪। এরপর আপনি চাইলে তাকে রিকোয়েস্ট থেকেই সরাসরি সেন্ড মানি করতে পারবেন। বিকাশে নরমালি যেভাবে সেন্ড মানি করেন এটিও একই নিয়মেই করতে হয়।
মানি রিকোয়েস্ট ফিচারের নিয়মগুলো জেনে রাখুন-
১। রিকোয়েস্ট মানি করতে কোনো প্রকার চার্জ প্রদান করতে হয়না। তবে যিনি রিকোয়েস্ট এক্সেপ্ট করে সেন্ড মানি করবেন তাকে নিয়মিত লেনদেনের মতই সেন্ড মানির চার্জ প্রদান করতে হবে (প্রিয় নাম্বার এবং অন্য নাম্বার উভয়ের ক্ষেত্রেই)।
২। শুধুমাত্র বিকাশ এ্যাপ ব্যবহার করেই রিকোয়েস্ট মানি করা যাবে।
৩। আপনি মানি রিকোয়েস্ট গ্রহণ নাও করতে পারেন। সেক্ষেত্রে রিকোয়েস্টকারী একটি রিকোয়েস্ট ডিক্লাইন নোটিফিকেশন পাবেন।
৪। আপনি চাইলে রিকোয়েস্টকারীকে ব্লক অথবা আনব্লক করতে পারবেন।
৫। একজন গ্রাহক চাইলে একাধিক গ্রুপ তৈরি করতে পারবেন।
৬। একজন ব্যক্তি একদিনে সর্বোচ্চ ১০টি রিকোয়েস্ট মানি করতে পারবেন (গ্রুপ এবং একক)।
৭। একদিনে একই কন্ট্যাক্টকে সর্বোচ্চ ১টি রিকোয়েস্ট মানি করতে পারেন এবং দিনে সর্বোচ্চ ৩টি রিকোয়েস্ট মানি পেতে পারেন।
৮। আপনি একদিনে সর্বোচ্চ ২৫,০০০ টাকার রিকোয়েস্ট মানি করতে পারবেন।
bKash এর Money Request Feature-টির সুবিধা অসুবিধাগুলো কি কি?
মানি রিকোয়েস্ট ফিচারটির সুবিধাগুলো হলো-
১। ভরসাযোগ্য মানুষের কাছে সরাসরি বিকাশ এ্যাপ ব্যবহার করেই মানি রিকোয়েস্ট পাঠানোর সুবিধা।
২। প্রয়োজনীয় নোট রেফারেন্স বক্সে লিখে মানি রিকোয়েস্ট পাঠানোর সুবিধা।
৩। একের অধিক মানুষকে একই সাথে একই অথবা ভিন্ন ভিন্ন এ্যামাউন্টের মানি রিকোয়েস্ট পাঠানোর সুবিধা।
মানি রিকোয়েস্ট ফিচারের অসুবিধা হলো এর মাধ্যমে অনাকাঙ্ক্ষিত মানি রিকোয়েস্ট আসতে পারে অনেক অজানা এবং অনিরাপদ সোর্স থেকে। তাই সবাই সতর্কতা এবং সাবধানতার সাথে মানি রিকোয়েস্ট ফিচারটি ব্যবহার করুন।
0 Comments