আমাদের দৈনন্দিন জীবনের বহুল ব্যবহৃত একটি জনপ্রিয় app হলো Meta'র WhatsApp. End to end Encrypted মেসেজ পাঠানোর পাশাপাশি, দেশের বাইরে ভয়েজ কিংবা Video Call করা, এবং সকল কাজের আপডেট আদান প্রদান করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে WhatsApp.
সম্প্রতি WhatsApp এর Video Calling Feature কে আরও যুগোপযোগী ও সমৃদ্ধ করতে নতুন সব আপডেট নিয়ে এসেছে বলে জানা গেছে Times of India এর একটি সূত্র থেকে।
এই আপডেট এর মাধ্যমে Video Calling এ বেশ কিছু নতুন সুবিধা যুক্ত হচ্ছে। যে নতুন সুবিধাগুলো উপভোগ করতে পারবেন সেগুলো হলো-
১। Video Call এ এখন বিভিন্ন Background Filter এ্যাড করা যাবে। এতে আপনার আগোছালো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি ভিডিও কলে জয়েন করতে পারবেন।
২। Low Light Mode অন করে কম আলোতেও খুব ভালোভাবে ভিডিও কলে কথা বলা কিংবা মিটিং জয়েন করা যাবে। এই মোড অন করে নিলে অটোমেটিক স্ক্রিনের ব্রাইটনেস বেড়ে যাবে এবং মুখে আলো পড়ায় লো লাইটেও ভিডিও কোয়ালিটি ভালো পাওয়া যাবে।
৩। মেসেঞ্জার এর মতো এখন WhatsApp এও বিভিন্ন Filter ব্যবহার করে Video Calling করা যাবে।
যেভাবে WhatsApp এ Low Light Mode টি On করবেন:
১। প্রথমেই কারো সাথে আপনাকে ভিডিও কলে যুক্ত হতে হবে।
২। যুক্ত হবার পর ফুল স্ক্রিনের ওপরে ডান পাশে বাল্ব সাইন এর একটি লোগো থাকবে। সেটাতে ক্লিক করলে আপনার লো লাইট মোড অন হয়ে যাবে।
৩। কম আলোতে কথা বলতে গেলে যে গ্রেইন বা দানাদার ভিডিও আসতো এই ফিচার ব্যবহার করলে তা অনেকটাই কমানো সম্ভব বলে আশা করা যায়।
৪। প্রতিবার কলে জয়েন হবার পর প্রয়োজন হলে এই ফিচারটি অন করে নিতে পারবেন।
তবে পারমানেন্টলি সেটিংস থেকে এই ফিচার সেট করা যায়না। এছাড়াও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা যে WhatsApp ব্যবহার করি সেখানেও এই Video Calling Feature পাওয়া যাবেনা।
0 Comments