বিদায় Skype: মে মাসে বন্ধ হচ্ছে জনপ্রিয় Online Calling Platform Skype

এক সময়ের জনপ্রিয় Online Calling Platform Skype চিরতরে বন্ধ হতে চলেছে। প্রযুক্তি জায়ান্ট Microsoft ঘোষণা করেছে যে, ২০২৫ সালের মে মাস থেকে স্কাইপের কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।

২০০৩ সালে যাত্রা শুরু করা Skype যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। বিশেষ করে সাশ্রয়ী মূল্যে অডিও ও ভিডিও কল করার সুবিধা থাকায় এটি দ্রুত জনপ্রিয়তা লাভ করে। বিশ্বের কোটি কোটি ব্যবহারকারী এটি ব্যবহার করতেন, বিশেষ করে ল্যান্ডফোনের বিকল্প হিসেবে স্কাইপ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তির পরিবর্তন এবং অন্যান্য উন্নত মেসেজিং ও কলিং প্ল্যাটফর্মের আবির্ভাবের ফলে স্কাইপের জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে থাকে। মাইক্রোসফট ২০১১ সালে ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপ অধিগ্রহণ করলেও পরে তারা মাইক্রোসফট টিমস-এর দিকে বেশি গুরুত্ব দিতে শুরু করে।

মাইক্রোসফট জানিয়েছে, স্কাইপের বর্তমান ব্যবহারকারীরা তাদের সংযোগ ও তথ্য ধরে রাখতে পারবেন এবং ‘মাইক্রোসফট টিমস’-এ সাইন ইন করে আগের মতোই সেবা গ্রহণ করতে পারবেন।

একসময় অনলাইন যোগাযোগের শীর্ষে থাকা স্কাইপের বিদায় প্রযুক্তি জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করবে।

Post a Comment

0 Comments